২০১৯ সালের ১ জুলাই থেকে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত জাহাজিকৃত গেঞ্জিতে এই সহায়তা পাওয়া যাবে।
রোববার (২৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয়/প্রিন্সিপাল অফিসে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, নগদ সহায়তার জন্য প্রযোজ্য হস্তচালিত তাঁত বস্ত্রের তালিকা সন্নিবেশিত রয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আলোচ্য তালিকায় গেঞ্জি অন্তর্ভুক্ত হবে।
চলতি ২০১৯-২০২০ অর্থবছরে (জুলাই ০১, ২০১৯ হতে জুন ৩০, ২০২০ তারিখ পর্যন্ত জাহাজিকৃত) দেশীয় বস্ত্র রপ্তানিখাতে প্রযোজ্য বিকল্প নগদ সহায়তার ন্যায় আলোচ্য খাতে ৪ শতাংশ হারে নগদ সহায়তা পরিশোধ্য হবে।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এসই/জেডএস