ওয়ান ব্যাংক-বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে চুক্তি সই। ছবি: সংগৃহীত
ঢাকা: বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বিষয়ে ওয়ান ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। চুক্তি অনুসারে, ওয়ান ব্যাংক বঙ্গবন্ধু সেতুর পশ্চিম টোলপ্লাজায় স্থাপিত বুথের মাধ্যমে টোলের অর্থ সংগ্রহের সেবা দেবে।
গত ২৪ অক্টোবর ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. ফখরুল আলম ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (অর্থ ও হিসাব) ড. মো. মনিরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।
এসময় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার আনোয়ারুল ইসলাম, ওয়ান ব্যাংক লিমিটেডে অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক রোজিনা আলিয়া আহমেদসহ প্রতিষ্ঠান দু’টির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
একে
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।