ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিটি ব্যাংক-প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
সিটি ব্যাংক-প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি ফটোসেশনে সিটি ব্যাংক ও প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তারা।

ঢাকা: বেসরকারিখাতের সিটি ব্যাংক ও প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

এই চুক্তির আওতায় এখন থেকে সিটি ব্যাংক প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্সুরেন্সকে অনলাইন লেনদেন ও স্বয়ংক্রিয় পেমেন্ট সুবিধা দেবে।

সোমবার (৪ নভেম্বর) ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ চুক্তিপত্র সই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চুক্তিপত্রে সই করেন ব্যাংকের হেড অব ডিজিটাল ফাইন্যান্স সার্ভিস মোহাম্মদ জাফরুল ইসলাম ও ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর ড. কিশোর বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের হেড অব মার্চেন্ট অ্যান্ড ই-কমার্স বিজনেস আরিফুর রহমান, ইন্স্যুরেন্সের হেড অব আইসিটি কাজী হানিফসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।