রোববার (৩ নভেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বুথের উদ্বোধন করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এজেন্ট ও বুথ ব্যাংকিং ডিভিশনপ্রধান মো. মাহবুব আলম।
ঢাকা নর্থ জোনপ্রধান মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সমাজসেবক শহীদুল আমিন খন্দকার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল ইসলাম বাসেক ও বারিধারা নতুন বাজার দোকান মালিক সমবায় সমিতির সভাপতি দীন মোহাম্মদ দীলু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের বারিধারা শাখাপ্রধান মো. মোজাহিদুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন নতুন বাজার ব্যাংকিং বুথ ইনচার্জ শেখ মো. মোস্তাফিজুর রহমান।
এসময় স্থানীয় ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তি, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ব্যাংকিং বুথে আধুনিক ব্যাংকিং কার্যক্রমের সব সেবা বিদ্যমান রয়েছে। এজেন্ট ব্যাংকিং ও ব্যাংকিং বুথের মাধ্যমে শহর ও গ্রামে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ও টেকসই উন্নয়নে কাজ করছে ইসলামী ব্যাংক।
তিনি আরও বলেন, এই ব্যাংক প্রযুক্তিসমৃদ্ধ সেবা দেওয়ার মাধ্যমে গ্রাহকদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
আরবি/