বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মেলার প্রথম দিনে আয়কর দেওয়ার পাশাপাশি নানা বিষয়ে অবহিত হয়েছেন সেবা গ্রহীতারা।
যদিও গত বছরের প্রথম দিনের হিসাব অনুযায়ী, এবারের প্রথম দিনে প্রায় ৬ লাখ টাকা কম কর আদায় হয়েছে।
বরিশাল কর অঞ্চলের উপ-কর কমিশনার (প্রশাসন) মো. আবুল কালাম আজাদ জানান, এবার বরিশালে মেলার প্রথম দিনে ৪৯ লাখ ৩২ হাজার ৩২৯ টাকার আয়কর আদায় করা হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ১ হাজার ৩০৮ জন করদাতা। নতুন ই-টিআইএন গ্রহণ করেছেন ৫১ জন। আর সেবাগ্রহণ করেছেন ৫ হাজার ২২৩৭ জন।
গত বছর প্রথম দিনে ৫৫ লাখ ৫৪ হাজার ৩৫৬ টাকা কর আদায় করা হয়েছিল। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছিলেন ১ হাজার ৩৩৮ জন করদাতা। নতুন ই-টিআইএনের মাধ্যমে করদাতা হয়েছিলেন ৮৫ জন। সেবাগ্রহণ করেছিলেন ৩ হাজার ২০৮ জন।
বিভাগীয় পর্যায়ের এ মেলা ১৪ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। বরিশাল ক্লাবে বিভাগীয় পর্যায়ের এ মেলা প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। মেলায় কর প্রদানকারীদের জন্য ১৭টি বুথের ব্যবস্থা রাখা হয়েছে। যেখান থেকে নাগরিকরা যেকোনো ধরনের সেবা পাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এমএস/আরবি/