ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় প্রথম দিনে পৌনে ২ কোটি টাকার কর আদায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
খুলনায় প্রথম দিনে পৌনে ২ কোটি টাকার কর আদায়

খুলনা: খুলনায় আয়কর মেলার প্রথমদিন বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ১ কোটি ৭৫ লাখ ৯৬ হাজার ৭০ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা গ্রহণ করেছেন ২ হাজার ৮ জন। রিটার্ন দাখিল করেছেন এক হাজার ২৮০ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ১৩৩ জন।

খুলনা কর অঞ্চলের উপ-কর কমিশনার মো. হাসানুর রহমান সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য জানান।

গত ২০১৮ সালের খুলনায় আয়কর মেলার প্রথম দিনে ১৩ নভেম্বর (সোমবার) সেবা গ্রহণ করেছিলেন ১৭১৯ জন।

রিটার্ন দাখিল করেছিলেন ১০৩৬ জন। রি-রেজিস্ট্রেশন গ্রহণ করেছিলেন ৭৫ জন ও নতুন টিআইএন গ্রহণ করেন ১ জন। মেলার প্রথম দিনে আয়কর জমা হয়েছিল ৫৬ লাখ ৭০ হাজার ৭ শত ৭৯ টাকা।

খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ১৪ হতে ২০ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী এ মেলায় আয়কর রিটার্ন দাখিল, টিআইএন রেজিস্ট্রেশন, নতুন করদাতাদের টিআইএন সনদ প্রদান, ব্যাংক-বুথে আয়করের টাকা জমা, আয়কর রিটার্ন ফরম সরবরাহ ও পূরণে সহযোগীতাসহ বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ৯টা হতে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।