ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ট্যাক্সের রেট কমানো হবে: অর্থমন্ত্রী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
ট্যাক্সের রেট কমানো হবে: অর্থমন্ত্রী 

ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ট্যাক্সের রেট কমানো হবে। তবে করের আওতা বাড়ানো হবে (ট্যাক্স নেট)।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে রাজধানীর হোটেল রেডিসন ব্লু-তে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত ট্যাক্সকার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।  

আ হ ম মুস্তফা কামাল বলেন, আমরা শিগগির একটা কমিটি করবো, সেখানে দেখবো কীভাবে তিন লাখ ২৫ হাজার কোটি টাকা অর্জন করা যায়।

আমরা করের লক্ষ্যমাত্রা কখনও  কমাবো না। আমি আগেও বলেছি এখনও বলছি আমরা ট্যাক্সের রেট কমাবো। দেশে এখন চার কোটি মানুষ মধ্য আয়ে আছে। কিন্তু তারা কর দিচ্ছে না। হয়তো আমাদের থেকে ভালোবাসা পাচ্ছে না। ভালোবেসে সবাইকে সম্পৃক্ত করতে হবে।  

কর আদায়ে কোথায় সমস্যা আছে, সেটা বের করা হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, তিন শ্রেণী এখানে জড়িত। এক পক্ষ কর দেয়, আরেক পক্ষ আমরা (জাতীয় রাজস্ব বোর্ড),  আর মাঝখানে থাকে আয়কর আইনজীবী। এই তিন হলো মূল স্টক হোল্ডার ।  

উপস্থিত করদাতাদের উদ্দেশে মুস্তফা কামাল বলেন, আপনারা আমাদের পছন্দ করেন বলে কর দিচ্ছেন।  আপনাদের টাকা সরকার যথযথ যায়গায় ব্যবহার করবে। আপনারা দেশের অর্থনীতিকে এগিয়ে দিচ্ছেন।  ট্যাক্স দেওয়া ভালো কাজ। ভালো কাজে সবাইকে উৎসাহিত করতে হয়।

মন্ত্রী আরও বলেন, ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত ২০টি দেশের মধ্যে থাকবো। ২০৩০ সালে আমরা তাইওয়ানকে অর্থনীতিতে পিছনে ফেলে এশিয়ার পঞ্চম দেশ হিসেবে আবির্ভূত হব। তখন আমাদের অর্থনীতির আয়তন হবে ওয়ান ট্রিলিয়ন ডলারের ওপরে। এ কাজগুলো করবো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণ করতে।  

জাতীয় রাজস্ব বোর্ডের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি (এমপি) আবুল হাসান মাহমুদ আলী প্রমুখ।

এবার ৩৬টি ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে মোট ১৪২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতা নির্বাচিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, ১৪ নভেম্বর, ২০১৯
এমএমআই/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।