ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফুডপ্রো এক্সপোর শেষ দিনে দর্শনার্থীদের ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
ফুডপ্রো এক্সপোর শেষ দিনে দর্শনার্থীদের ভিড়

ঢাকা: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলমান ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৯’র শেষ দিনে ভিড় করেছেন ক্রেতা-দর্শনার্থীরা।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে আইসিসিবির চারটি হলের বিভিন্ন স্টলে ভিড় করেন দর্শনার্থীরা। দেশি-বিদেশি তিন শতাধিকেরও বেশি খাদ্য উৎপাদন প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিয়েছে।

মেলায় ফ্রোজেন ফুড, বিস্কুট, বেভারেজসহ নানা পণ্য পাওয়া যাচ্ছে। একইসঙ্গে মেলায় মিলছে এসব পণ্য উৎপাদনের নানা মেশিন। অ্যাগ্রো খাতের উদ্যোক্তাদের জন্য চীনসহ বিভিন্ন দেশের নামিদামি কোম্পানি নিয়ে এসেছে এসব মেশিন।

মেলায় অংশগ্রহণকারী হিতাচি এশিয়া লিমিটেডের এক্সিকিউটিভ পাম থি ভিনহ বাংলানিউজকে বলেন, মেলায় আমরা এদেশের ক্রেতা ও উদ্যোক্তাদের ভালোই সাড়া পেয়েছি।  

নিলনসের এক্সিকিউটিভ দিশা পল বলেন, যে সাড়া মিলেছে, আগামীতেও আমরা এ প্রদর্শনীতে অংশ নেব।

বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) এ মেলার আয়োজন করেছে। এ মেলার সঙ্গে নবম অ্যাগ্রো বাংলাদেশ এক্সপো-২০১৯ এবং ষষ্ঠ রাইস অ্যান্ড গ্রেইনটেক এক্সপো-২০১৯’ও অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক এ মেলায় বাংলাদেশ, ভারত, চীনসহ বিশ্বের ১৫টি দেশের বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের তিন শতাধিক স্টল রয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় শেষ হচ্ছে তিন দিনব্যাপী এ মেলা।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
টিএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।