ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজারে এলো ‘রেইনবো অলরাউন্ডার’ পেইন্টস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
বাজারে এলো ‘রেইনবো অলরাউন্ডার’ পেইন্টস আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পালসহ অন্যরা।

ঢাকা: আরএফএল গ্রুপের জনপ্রিয় রঙের ব্র্যান্ড ‘রেইনবো’ বাজারে নিয়ে এলো ‘অলরাউন্ডার’ এক্সটেরিয়র পেইন্টস।

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ রঙের উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।

অনুষ্ঠানে আরএন পাল বলেন, আমরা আন্তর্জাতিক মানের রঙ উৎপাদন করে বাজারজাত করায় অল্পসময়ের মধ্যে ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি।

নতুন নতুন পণ্যের মাধ্যমে ক্রেতাদের সর্বোচ্চ সেবা দিতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি, রেইনবো পেইন্টস শিগগিরি দেশের রঙের বাজারে শীর্ষ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে।

রেইনবো পেইন্টস’র প্রধান পরিচালন কর্মকর্তা কামরুল হাসান বলেন, বাংলাদেশের রঙের বাজারে এই প্রথম স্থাপনার বাইরের দেওয়ালের সব ধরনের সমস্যার সমাধান দিতে সক্ষম এই রঙ। তাই এই রঙটির নাম দেওয়া হয়েছে ‘অলরাউন্ডার’।

তিনি বলেন, রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র রঙে ব্যবহার হয়েছে এলাস্টমারিক ও এন্টিডার্ট ফর্মুলা। তাই এই রঙ সূক্ষ্ম ফাটল হতে দেয় না এবং বৃষ্টির পানি দেওয়ালে লেগে থাকতে পারে না। বিশেষভাবে তৈরি এ রঙ শেওলা, ফাঙ্গাস ও ঘর্ষণ প্রতিরোধী। এই রঙে এন্টি-কার্বোনেশন সিস্টেম ও ক্ষতিকর সীসা, মার্কারি ও ক্রোমিয়ামমুক্ত থাকায় সম্পূর্ণ পরিবেশবান্ধব। এমনকি এই রঙ তাপ প্রতিফলিত করে ঘরের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে সক্ষম। এছাড়া দেওয়া হচ্ছে ১০ বছরের ওয়ারেন্টি।  

তিনি আরও বলেন, রেইনবোর ডেকোরেটিভ, ফ্লোর কোটিং, মেরিন, কার, পাউডার কোটিং, ইন্ডাস্ট্রিয়াল, হ্যামার, উড কোটিং ক্যাটাগরিতে প্রায় ৩০ ধরনের রং রয়েছে। সারাদেশে ‘রেইনবো পেইন্টস’ এর শতাধিক শোরুম ও অনুমোদিত ডিলারের মাধ্যমে রেইনবো পেইন্টস কিনতে পারছেন ক্রেতারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেইনবো পেইন্টস’র কনসালটেন্ট মো. শাহজাহান, হেড অব সেলস এসএম জহিরুল ইসলাম, হেড অব রিটেইল সেলস শাহজাহান সানী ও ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার নাজমুল আকন্দসহ রেইনবো পেইন্টস’র ঊধ্বর্তন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।