ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কুমিল্লায় বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
কুমিল্লায় বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা

কুমিল্লা: বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে নির্মাণ শিল্পের শ্রমিকদের দক্ষতা ও সচেতনতাকে এগিয়ে নিতে ‘শৈল্পিক নির্মাণ রাজমিস্ত্রির অবদান’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের হোটেল ডলি রিসোর্ট মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় ৬০ জন রাজমিস্ত্রি অংশগ্রহণ করে।  

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কুমিল্লার বিভিন্ন উপজেলার রাজমিস্ত্রিরা বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করে তাদের বাস্তব কাজের অভিজ্ঞতা ও নির্ভরতার কথা উল্লেখ করেন।

 

বসুন্ধরা সিমেন্টের ডিস্ট্রিবিউটর মাওলানা জাফর আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বসুন্ধরা সিমেন্ট চট্টগ্রাম ডিভিশনের উইং ম্যানাজার মোহাম্মদ আলী খান।  

স্থাপনা নির্মাণ কৌশল এবং নির্মাণ সংক্রান্ত নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ উপস্থাপন করেন নাঙ্গলকোট পৌরসভার সহকারী প্রকৌশলী সাইফুর রহমান, সিটি হোম সলিউশনের প্রকৌশলী মোরশেদ আলম, বসুন্ধরা সিমেন্টের ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, মারুফ বিল্লাহ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ধারাবাহিক গুণগত মানের জন্য বর্তমানে দেশের সবচেয়ে আইকনিক পদ্মা সেতু নির্মাণ প্রকল্প, পদ্মা সেতু নদী শাসন প্রকল্প, পদ্মা সেতুর এপ্রোচ রোড, মেট্রোরেল প্রকল্প, ফাস্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, রূপপুর পরমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প, পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প, রামপাল বিদ্যুৎ প্রকল্প, কালনা সেতু প্রকল্পের মতো বড় বড় স্থাপনাগুলোতে ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট।  

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বসুন্ধরা সিমেন্ট কুমিল্লা ডিভিশনের ডিএসআই জাকারিয়া সিদ্দিকী, কুমিল্লা এরিয়ার এএসএম নাজমুল হক, বসুন্ধরা সিমেন্টের ডিস্ট্রিবিউটর আবদুস সাত্তার, কবির আহমেদ মজুমদার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।