রাজধানীর শান্তিনগর কাঁচা বাজারের সামনে শনিবার (০৭ ডিসেম্বর) সকাল ১০টায় শতাধিক মানুষের জটলা দেখা গেলো। খোঁজ নিয়ে জানা যায় টিসিবির পেঁয়াজ নিয়ে গাড়ি আসবে।
শান্তিবাগ থেকে পঞ্চাশোর্ধ্ব আব্দুল আজিজ এসেছেন টিসিবির পেঁয়াজ কিনতে। বাংলানিউজকে তিনি বললেন, এখানে ৪৫ টাকায় পেঁয়াজ পাওয়া যাবে, সেজন্য দু’ঘণ্টা আগে লাইন ধরেছি।
এক কেজি পেঁয়াজের জন্য এত ভোগান্তি? জবাবে তিনি বলেন, আমরা গরিব মানুষ, কী করবো। ২০০ টাকায় পেঁয়াজ কেনার ক্ষমতা থাকলে-তো এই রোদে লাইন ধরতাম না।
গাড়ির ওপরে দাঁড়িয়ে থাকা টিসিবির ডিলার বলেন, কেবল এলাম। এখন বিক্রি শুরু করবো। এক হাজার কেজি পেঁয়াজ আছে গাড়িতে। শেষ না হওয়া পর্যন্ত ৪৫ টাকা কেজি দরে বিক্রি করবো।
টিসিবির পেঁয়াজ কেনার এ চিত্র কেবল শান্তিনগর কাঁচা বাজারের সামনেই নয়। খুচরা বাজারে গত কয়েক মাস ধরে পেঁয়াজের ‘ঝাঁজ’ বেড়ে যাওয়ায় রাজধানীর যেখানেই টিসিবির ট্রাক দেখছেন, সেখানেই পেঁয়াজ কিনতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন লোকজন। শুধু তাই নয় গত ১৮ নভেম্বর প্রায় পৌনে দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
এমএইচ/জেডএস