শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সমাপ্ত হয় তিন দিনব্যাপী আন্তর্জাতিক এ এক্সপো। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরার (আইসিসিবি) চারটি হলে অনুষ্ঠিত মেলায় দেশি-বিদেশি ক্রেতা ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তিন দিনব্যাপী সিরামিক এক্সপো শুরু হয়। সিরামিক পণ্য, উপাদান, মেশিনারি ও প্রযুক্তি খাতের দেশের সবচেয়ে বড় এ এক্সপো শেষ হয় সন্ধ্যা ৭টায়।
সিরামিকের নান্দনিক বিভিন্ন পণ্য ক্রেতাদের আকর্ষণ করে। স্পট অর্ডারের সুযোগ থাকায় বিদেশি ক্রেতাদের পাশাপাশি দেশি ক্রেতারাও অংশ নিয়েছেন মেলায়।
এবারের প্রদর্শনীতে ২০টি দেশের মোট ১২০টি প্রতিষ্ঠান ও ১৫০টি ব্র্যান্ড অংশ নিয়েছে। এছাড়া তিনশ’ আন্তর্জাতিক প্রতিনিধি ও ৫শ’ বায়ারস হোস্ট এবারের এক্সপোতে অংশ নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
টিএম/আরআইএস/