ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নাটোরে ৩ দিনের বিসিক বিজয় মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
নাটোরে ৩ দিনের বিসিক বিজয় মেলা শুরু

নাটোর: বিজয় দিবস উপলক্ষে নাটোরের দত্তপাড়া বিসিক শিল্পনগরীতে শুরু হয়েছে তিন দিনের বিসিক বিজয় মেলা। 

বৃহস্পতিবার ( ১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ফিতা কেটে ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্যের এ মেলার উদ্বোধন করেন নাটোর জেলা প্রশাসক (ডিসি) মোহম্মদ শাহরিয়াজ।

এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক ও সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর বিসিকের উপ-ব্যবস্থাপক দিলরুবা দিপ্তীসহ শিল্প মালিকরা।

বিসিক শিল্প মালিক সমিতির আয়োজনে এ মেলায় নাটোর বিসিক শিল্পনগরীতে উৎপাদিত পণ্যের তিনটি স্টল অংশ নিয়েছে। উদ্যোক্তারা আশা করছেন, এ মেলার মাধ্যমে পণ্য প্রদর্শন করে ক্রেতা প্রতিষ্ঠানের নজর কাড়তে পারবেন তারা।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।