ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দারাজ-আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
দারাজ-আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি সই দারাজ-আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি সই।

ঢাকা: দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ এর সঙ্গে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চুক্তি সই হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দারাজ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি দারাজ বাংলাদেশ লিমিটেডের সদর দফতরে দারাজের সঙ্গে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চুক্তি সই হয়েছে।

এর ফলে দারাজের বেতনভুক্ত সব রাইডার বা ডেলিভারিম্যান পাবেন লাইফ এবং মেডিক্যাল ইন্সুরেন্স সুবিধা।  

চুক্তি সইকালে উপস্থিত ছিলেন আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম সালাহ উদ্দিন, ইভিপি অ্যান্ড হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স মো. মাজহারুল ইসলাম রানা, এভিপি অ্যান্ড হেড অব ক্লেইমস মো. আনিসুর রহমান সুমন, দারাজ বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দারাজের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক, সিএইচআরও কাজী মোহাম্মদ জাফর সাদেক, সিএফও মো. মাহবুব হাসান ও হেড অব ডেক্স আশফাকুজ্জামান তন্ময় প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।