ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশে ১ম বারের মত এসার প্রিডেটর লীগ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
বাংলাদেশে ১ম বারের মত এসার প্রিডেটর লীগ অনুষ্ঠিত এসার প্রিডেটর লীগ ২০২০ প্রতিযোগিতায় আয়োজকদের সঙ্গে বিজয়ীরা

ঢাকা: প্রযুক্তি প্রতিষ্ঠান এসারের আয়োজনে বাংলাদেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক কম্পিউটার গেমিং প্রতিযোগিতা ‘এসার প্রিডেটর লীগ ২০২০’।

শনিবার (২৮ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর যমুনা ফিউচার পার্কে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিজয়ীদের ছয় লাখ টাকা মূল্যের পুরস্কার দেওয়া হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, ইন্টারনেটের মাধ্যমে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া প্রতিযোগিতার প্রাথমিক পর্বে সাতশ’ প্রতিযোগী অংশগ্রহণ করেন।

ফেব্রুয়ারিতে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বাংলাদেশের হয়ে মোহাম্মদ আমিন, জুন্নুন ইকবাল, মোহাম্মদ আরন, অভিক রাহমান, ফাহিম উজ্জামান ও রাহিব রেজা প্রতিনিধিত্ব করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।