ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এবিবির ভাইস চেয়ারম্যান হলেন ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
এবিবির ভাইস চেয়ারম্যান হলেন ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া

ঢাকা: বাংলাদেশের ব্যাংকসমূহের নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। 

সম্প্রতি এবিবির ২২তম বার্ষিক সাধারণ সভায় ২০২০-২১ মেয়াদের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) নির্বাচিত ভাইস চেয়ারম্যান।

তিনি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) স্থায়ী পরামর্শক সদস্য গ্লোবাল ইকোনোমিস্ট ফোরামের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।    

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
পিআর/আরবি/                                                                                                                     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।