ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জাপানের চুগোকু মেরিনের সঙ্গে বার্জার পেইন্টসের চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
জাপানের চুগোকু মেরিনের সঙ্গে বার্জার পেইন্টসের চুক্তি

ঢাকা: বাংলাদেশে বাণিজ্যিক জাহাজ রংয়ের কাজ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছে জাপানের চুগোকু মেরিন পেইন্টস লিমিটেড (সিএমপি) ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। 

সম্প্রতি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়।  

বাংলাদেশে বাণিজ্যিক জাহাজ সংক্রান্ত প্রয়োজনীয় রং উৎপাদন, বিপণন ও ক্রয়ের কাজ এক হয়ে করার চুক্তি হয়েছে প্রতিষ্ঠান দু’টির মধ্যে।

চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে দেশে জাহাজে ব্যবহৃত রং উৎপাদনের ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রেখে ও সেবা প্রদান নিশ্চিত করে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে নিজেদের নিয়ে যেতে বদ্ধ পরিকর। গুণগতমান ধরে রেখে বিশ্বমানের মেরিন পেইন্টসের সহজলভ্যতা নিশ্চিত করতে এবং সেটিকে পরবর্তী ধাপে নিয়ে যেতে প্রতিষ্ঠান দু’টি এক হয়ে কাজ করবে।  

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী ও চুগোকু মেরিন পেইন্টস (সিঙ্গাপুর) পিইটির ব্যবস্থাপনা পরিচালক ইউইচিরো নাগাওয়াকা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।