ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মুজিববর্ষের আয়োজনে ইসলামী ব্যাংকের ১০ কোটি টাকা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
মুজিববর্ষের আয়োজনে ইসলামী ব্যাংকের ১০ কোটি টাকা

ঢাকা: বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে মুজিববর্ষের আয়োজনে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’এ ১০ কোটি টাকা দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার (৬ জানুয়ারি) বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপনের জন্য গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ১০ কোটি টাকার চেক তুলে দেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নাজমুল হাসান এবং ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুল উল আলম।

এসময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।