ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্যমেলায় বসুন্ধরার পণ্য কিনতে স্টলে ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
বাণিজ্যমেলায় বসুন্ধরার পণ্য কিনতে স্টলে ভিড় বাণিজ্যমেলায় বসুন্ধরার পণ্য কিনতে স্টলে ভিড়।

ঢাকা: শেষ মুহুর্তে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ) জমে উঠেছে। পণ্যের গুণগত মান ভালো থাকায় বসুন্ধরার পণ্যে বাড়তি চাহিদা ক্রেতাদের। ফলে বসুন্ধরা গ্রুপের পণ্য কিনতে মেলায় স্টলে বেশ ভিড় করেছেন ক্রেতারা।
 

আর ক’দিন পরেই শেষ হবে ঢাকা অান্তর্জাতিক বাণিজ্যমেলার এবারের আসর। তাই ক্রেতারাও তুলনামূলক কমদামে পণ্য কেনার সুযোগ হাতছাড়া করতে চান না।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে মেলায় গিয়ে দেখা যায়, বসুন্ধরার তেল, সেমাই, আটা, ময়দা, সুজি, নুডলস, টিস্যু, পাস্তা, রুটি ও কয়েলসহ নানা পণ্য কিনতে বেশ ভিড় স্টলে। আকর্ষণীয় প্যাকেজ থাকায় বেশ সাড়াও মিলছে গ্রাহকদের। সেলস এক্সিকিউটিভরাও পণ্য বিক্রিতে ব্যস্ত সময় পার করছে।

বসুন্ধরার সব পণ্যই সমানতালে বিক্রি হচ্ছে। প্যাকেজ ভেদে ২০ থেকে ৫০ শতাংশ কম দামে পণ্য কিনতে পারছেন মেলায় আসা ক্রেতারা।

তেল, আটা ও ময়দাসহ প্যাকেজ কম্বোর বাজারমূল্য ৩৯৬ টাকা, যা বাণিজ্যমেলায় ৩২০ টাকায় কিনতে পারছেন গ্রাহকরা। এর সঙ্গে উপহার হিসেবে পাচ্ছেন বাটি, ঝুড়ি ও টিফিন বক্স। এছাড়া, স্মল প্যাকেজে রয়েছে সাতটি আইটেম, যার বাজারমূল্য ৩০২ টাকা, বাণিজ্যমেলায় বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। অপর প্যাকেজের নাম সেমাই বান্ডেল অফার। তিন আইটেমের সেমাইয়ে ছয়টি প্যাকেট পাওয়া যাচ্ছে এ প্যাকেজে। এর বাজারমূল্য ৩০০ টাকা হলেও মেলায় পাওয়া যাচ্ছে ২২০ টাকায়। কম্বো চার আইটেমের বাজারমূল্য ১৯০ টাকা, যা মেলায় পাওয়া যাচ্ছে ১২০ টাকায়।

অপর প্যাকেজের নাম লার্জ প্যাকেজ। এ প্যাকেজে ১২টি আইটেম রয়েছে, যার বাজারমূল্য ৫৮৭ টাকা। এ প্যাকেজ মেলায় পাওয়া যাচ্ছে ৫৪০ টাকায়। তেল, নুডলস, ময়দা, আটা ও সেমাই ইত্যাদি রয়েছে এতে।

এক্সট্রা লার্জ প্যাক অফার ১৩টি আইটেম নিয়ে সাজানো হয়েছে। মূল্য ১ হাজার ২৮৫ টাকা হলেও মেলার অফারমূল্য ১১শ’ টাকা। এছাড়া, টিস্যু ভ্যালু প্যাকেজ ১০টি আইটেম নিয়ে সাজানো হয়েছে। বাজারমূল্য ৩০০ টাকা হলেও মেলার অফারমূল্য ২৮০ টাকা।

বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড প্রমোটার সামিয়া বাংলানিউজকে বলেন, গুণগত মান শতভাগ হওয়ায় ক্রেতাদের আস্থার শীর্ষে বসুন্ধরার পণ্য। এজন্য মেলায় প্রচুর পণ্য বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
টিএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।