ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লংকাবাংলা ফাইন্যান্স-আব্দুল মোনেম লি. চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
লংকাবাংলা ফাইন্যান্স-আব্দুল মোনেম লি. চুক্তি স্বাক্ষর

ঢাকা: সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের হেড অব রিটেইল বিজনেস খোরশেদ আলম ও আব্দুল মোনেম লিমিটেডের (ইগলু আইসক্রিম) গ্রুপ সিইও জিএম কামরুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। 

চুক্তির মাধ্যমে লংকাবাংলার ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অনলাইনের মাধ্যমে ইগলু আইসক্রিম ক্রয়ের ক্ষেত্রে ১৫ শতাংশ ডিসকাউন্টসহ উপভোগ করতে পারবেন হোম ডেলিভারি সুবিধা।

স্বাক্ষর অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের হেড অফ কার্ডস, মো. মিনহাজ উদ্দিন, হেড অফ কার্ডস সেলস এবং মার্চেন্ট রিলেশনশিপ, খাজা ওয়াছিউল্লাহ এবং ইগলু আইসক্রিম এবং মিল্ক ইউনিটের সিনিয়র ম্যানেজার, ব্র্যান্ড এবং কি-অ্যাকাউন্টস, তাউহিদ আনোয়ারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।