ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করোনা সন্দেহে মোংলায় ৩ বিদেশি না‌বিক পর্যবেক্ষণে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
করোনা সন্দেহে মোংলায় ৩ বিদেশি না‌বিক পর্যবেক্ষণে

বাগেরহাট: করোনা ভাইরাস সন্দেহে মোংলা বন্দরে আগত একটি বাণিজ্যিক জাহাজের সব কার্যক্রম বন্ধ রাখতে বলেছে বন্দর কর্তৃপক্ষ। ওই জাহাজের ৩ নাবিককে জাহাজের অভ্যন্তরে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বন্দর সূত্রে জানা যায়, ২৪ হাজার মেট্টিক টন কয়লা নিয়ে ‘ বুধবার (০৪ মার্চ) রাতে চট্টগ্রাম হয়ে বিদেশি জাহাজ ‘এমভি সেরেনি টাস-এন’ মোংলা বন্দরের হারবারিয়ায় নোঙর করে। নিয়ম অনুযায়ী রাতেই করোনা সনাক্ত মেডিক্যাল দল জাহাজটিতে প্রবেশ করে।

তখন মেডিক্যাল দল ৩ ফিলিপাইন নাবিকের শরীরে ১০০ ডিগ্রির উপরে তাপমাত্রা সনাক্ত করেন।

জাহাজটির মোংলা বন্দরের স্টিভেটরস গ্রিন এন্টারপ্রাইজের সুপারভাইজার মাহফুজুর রহমান বাংলানিউজকে বলেন, রাতে করোনা ভাইরাস সনাক্তকারী মেডিক্যাল অফিসার জাহাজে প্রবেশ করে পরীক্ষা-নিরিক্ষা করেন। তারা তিন নাবিককে আইসোলেশন ইউনিটে রাখতে বলেন। বৃহস্পতিবার সকালে আবারও মেডিক্যাল দল ওই জাহাজে প্রবেশ করে তাদের শরীরে তাপমাত্রা মাপলে দেখা যায় তাদের শরীরে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে।

মোংলা পোর্ট হেলথ অফিসার সুফিয়া খাতুন বাংলানিউজকে বলেন, বুধবার রাতে ‘এমভি সেরেনি টাস-এন’ জাহাজ বন্দরে আসলে আমরা করোনা ভাইরাস সনাক্তে জাহাজে প্রবেশ করি। জাহাজে থাকা নাবিকদের পরীক্ষা নিরিক্ষা করে তিনজন নাবিকের শরীরে ১০০ ডিগ্রির উপরে তাপমাত্রা পাওয়া যায়। আমরা ওই নাবিকদের নিজ নিজ কক্ষে অবস্থান করতে বলি। বৃহস্পতিবার (০৫ মার্চ) সকালে আবারও জাহাজে তাদের পরীক্ষা করে দেখা যায় দুইজনের শরীরের তাপমাত্রা স্বাভাবিক হয়েছে। অন্যজনের শরীরে কিছুটা জ্বর রয়েছে। তারপরও তাদের নিজ নিজ কক্ষে অবস্থান করতে বলা হয়েছে। জাহাজের মালামাল ওঠা-নামা ও জাহাজের কোনো নাবিক ও ক্রুকে জাহাজের বাইরে যেতে নিষেধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।