ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্বাধীনতা দিবস উপলক্ষে বাগডুমে ৪৯ শতাংশ মূল্য ছাড়

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
স্বাধীনতা দিবস উপলক্ষে বাগডুমে ৪৯ শতাংশ মূল্য ছাড় স্বাধীনতা দিবস উপলক্ষে বাগডুমে ৪৯ শতাংশ মূল্য ছাড়।

ঢাকা: স্বাধীনতার পর থেকেই যেমন ক্রমাগত দেশের সার্বিক উন্নয়ন হয়ে আসছে তেমনি সময়ের সঙ্গে সঙ্গেই আমাদের দেশীয় পণ্যের মান ও চাহিদা বেড়েই চলছে। মুক্ত চিন্তার অধিকারী হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের দেশীয় সংস্কৃতি আপন করে পেয়েছি এ স্বাধীনতার মাধ্যমে। তাই আসুন স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনভাবে দেশীয় পণ্য ব্যবহার করি ও দেশকে নিয়ে যাই উন্নয়নের শেখরে। গুনে ও মানে অনন্য, কৃষ্টির দেশীয় পণ্য ব্যবহার করে হন ধন্য।

৪৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে ৫ মার্চ হতে শুরু হয়েছে বাগডুম ডট কম এর সব দেশীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৪৯ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়। এখানে আপনি পাচ্ছেন কৃষ্টি বাই বাগডুম এর নিজেস্ব ডিজাইন করা ছেলেদের শার্ট, পাঞ্জাবি, মেয়েদের কুর্তি, টিউনিক, সার্গস, ক্যাপ্স, সালোয়ার কামিজ, শাড়িসহ হাতের তৈরি ঘর সাজানোর আকর্ষণীয় শো-পিচ যা, আপনার ঘরের সৌন্দর্য অনেক গুন বাড়িয়ে দেবে।

কৃষ্টির সব পণ্য গ্রাম বাংলার নারী উদ্যোক্তাদের হাতে তৈরি। বিশেষ এ অফার চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। অর্ডার করুন আপনার পছন্দের সব দেশীয় পণ্য আর উপভোগ করুন স্বাধীনতা দিবসে বাগডুম ডট কম এর বিশেষ অফার।

গ্রমীণ নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করার লক্ষ্যে ও ডিজিটাল অন্তর্ভুক্তির মাধ্যমে তাদের তৈরি পণ্য সারাদেশের মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য বাগডুম ডটকম তৈরি করেছে দেশের প্রথম অনলাইন মাৰ্কেটপ্লেস, যেখানে গ্রামীণ নারী কারিগররা পাচ্ছে ন্যায্য মূল্য আর দেশের মানুষ পাচ্ছে মান সম্মত পণ্য। ১০০ শতাংশ খাঁটি কাঁচামাল থেকে তৈরি আধুনিক ও মানসম্পন্ন সব পণ্যের মধ্যে বাস্কেট, শতরঞ্জি ও রাগস, কুশন কভার, টেবিল রানার/প্লেসমেন্ট, হোম ডেকোর, শো-পিচ বেড শিট ও নকশিকাঁথা অন্যতম, যার মাধ্যমে তারা তাদের শিল্পশৈলী ও কারু কার্য ফুটিয়ে তুলে। গ্রামীণ নারীদের এ তৈরিশিল্প খুব সহজেই পাবেন আপনার হাতের পাশে বাগডুম ডটকম-এ।

বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল করতে ও দেশের প্রাকৃতিক পরিবেশে এবং ভারসম্য রক্ষার স্বার্থে পাটজাত পণ্যের ব্যাপক ব্যবহারে নেই কোনো জুড়ি। কৃষ্টি বাই বাগডুম এর উদ্যোগে পাট ও পাটজাত দ্রব্য দিয়ে তৈরি আধুনিক রুচিশীল ও বাহারি ডিজাইন করা মানসম্পন্ন পণ্যের বিশাল সমাহার যেমন, পাটের শিকা, ম্যাটস, পাটের জুতা, পাটের ব্যাগসহ আরও বিভিন্ন দৃষ্টি নন্দন পাটজাত পণ্যের ওপর পাচ্ছেন সর্বোচ্চ ৪৯ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।