ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশে ইয়ামাহা স্যালুটো’র আরমাডা ব্লু  কালার উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
 বাংলাদেশে ইয়ামাহা স্যালুটো’র আরমাডা ব্লু  কালার উদ্বোধন

ঢাকা: প্রিমিয়াম মোটরসাইকেল ক্যাটাগরিতে গ্রাহক চাহিদার শীর্ষে থাকায় বাংলাদেশে স্যালুটো আরমাডা ব্লু কালারের মোটরসাইকেল উদ্বোধন করেছে ইয়ামাহা। আরমাডা ব্লু কালারটি ইয়ামাহা’র ঐতিহ্যকেও উপস্থাপন করে। 

১২৫ সিসি মডেলের শক্তিশালী ব্লু কোর ইঞ্জিনের এ বাইকটি প্রতি লিটার ফুয়েলে সর্বোচ্চ মাইলেজ দিতে সক্ষম। এছাড়াও এতে রয়েছে সবচেয়ে লম্বা ও আরামদায়ক সিট এবং ১৮০ মি.মি।

সর্বোচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স।  

গত ৫ মার্চ রাজধানীর এসিআই সেন্টারে এই আরমাডা ব্লু কালার বাইকটির উদ্বোধন করা হয়।  

বাংলাদেশে এসিআই ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। অনুষ্ঠানে এসিআই মটর্সের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস ও এসিআই মটর্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসিআই’র একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে যাত্রা শুরু করে এসিআই মটর্স। এর আওতায় বর্তমানে সারা দেশে ইয়ামাহা’র ৬৩টি ৩এস (সেলস, সার্ভিস, স্পেয়ার পার্টস)  ডিলার পয়েন্ট রয়েছে।  

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০ 
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।