ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকাবাসীর জন্য পূর্বাচল আমেরিকান সিটির আবাসন মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
ঢাকাবাসীর জন্য পূর্বাচল আমেরিকান সিটির আবাসন মেলা .....

ঢাকা: ঢাকাবাসীর জন্য একযোগে রাজধানীর ১২টি স্থানে শুরু হতে যাচ্ছে পূর্বাচল আমেরিকান সিটির আবাসন মেলা। ১২ মার্চ থেকে ১৫ মার্চ চলবে এ মেলা।

মঙ্গলবার (১০ মার্চ) ইউএস-বাংলা গ্রুপের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চার দিনের এ মেলা চলবে রাজধানীর ধানমণ্ডি, বংশাল, মিরপুর, রামপুরা-বনশ্রী, কাকরাইল-সেগুনবাগিচা, বনানী-গুলশান ২, গুলশান ১-নিকেতন, খিলগাঁও-তালতলা, মোহাম্মদপুর, উত্তরা, ওয়ারী ও বেইলি রোড-ইস্কাটনে।

ইউএস-বাংলা এসেটসের আয়োজনে এ মেলায় প্লট বুকিং দিলেই থাকছে আকর্ষণীয় পুরস্কার।

এতে আরও বলা হয়, একক আবাসন মেলা অনুষ্ঠিত হবে ধানমণ্ডিতে অলিম্পিয়া প্যালেস রেস্ট্যুরেন্ট, ৭৪৮, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ফোন- ০১৭০৮৮১৩২৫০, ০১৭০৮৮১৩২৫৩। পুরনো ঢাকার বংশালে আল-রাজ্জাক হোটেল, ২৯/১, নর্থ-সাউথ রোড, বংশাল, ফোন-০১৭০৮৮১৩২৪৭, ০১৩১৩৭৬৭৭০৮। মিরপুরে বনলতা ফুড প্যালেস, প্লট-০৬, মেইন রোড-০৩, সেকশন-০৭, মিরপুর, ফোন- ০১৩১৩৭৬৭৭০৬, ০১৩১৩৭৬৭৭২২। রামপুরা-বনশ্রীতে রায়া থাই চাইনিজ ও পার্টি সেন্টার, হাউজ-০৮, ব্লক-বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, ফোন- ০১৭০৮৮১৩২৪৪, ০১৩১৩৭৬৭৭৩৯। কাকরাইল-সেগুনবাগিচায় তাজ কিচেন বাংলা অ্যান্ড চাইনিজ ফুড নির্মান সামাদ ট্রেড সেন্টার, ৬৩/১, পাইনিওর রোড, কাকরাইল, ফোন-০১৩১৩৭৬৭৭০২, ০১৩১৩৭৬৭৭৩৮।

এছাড়া বনানী-গুলশান ২-এ সাজনা রেস্ট্যুরেন্ট, হাউজ-১৪, রোড-১১, ব্লক-এইচ, বনানী, ফোন-০১৭০৮৮১৩২৪০, ০১৩১৩৭৬৭৭১৫। গুলশান ১-নিকেতনে এ্যাবাকাস রেস্টুরেন্ট, প্লট- এসই (সি) ২, রোড-১৩৮  (দোতলা), গুলশান এভ্যিনিউ, গুলশান-১, ফোন-০১৭০৮৮১৩২৪৫, ০১৩১৩৭৬৭৭১০। খিলগাঁও-তালতলাতে বোন এপ্পেটিট, ৫৭৪/সি, ব্লক-সি, খিলগাঁও, ফোন-০১৭০৮৮১৩২৪৯, ০১৭০৮৮১৩২৫৯। মোহাম্মদপুরে অনফায়ার ফুড ইন্ডাস্ট্রিজ এন্ড রেস্ট্যুরেন্ট, প্লট-৪ (দোতলা), রিং রোড, মোহামদপুর (জাপান গার্ডেন সিটির বিপরীত পার্শ্বে), ফোন- ০১৭০৮৮১৩২৪২, ০১৩১৩৭৬৭৭২৯। উত্তরায় উত্তরা ফ্রেন্ডস ক্লাব, প্লট-২৮, রোড-০৭, সেক্টর-০৩, উত্তরা, ফোন- ০১৭০৮৮১৩২৪১, ০১৩১৩৭৬৭৭০১। ওয়ারীতে তাজ-ই-নবাব, একে ফেমাস টাওয়ার (৫ম তলা), ৪১, র‌্যানকিন স্ট্রিট, ওয়ারী, ফোন-০১৭০৮৮১৩২৪৩, ০১৩১৩৭৬৭৭২৮। বেইলি রোড-ইস্কাটনে বাংলাদেশ মহিলা সমিতি, ৪ নাটক স্মরনী (নিউ বেইলি রোড), ফোন-০১৩১৩৭৬৭৭০৭, ০১৩১৩৭৬৭৭০৪।

সব ভেন্যুতে প্রতিদিন মেলা চলবে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
টিএম/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।