ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করোনার সম্মুখ যোদ্ধাদের পাশে বাটা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জুন ১১, ২০২০
করোনার সম্মুখ যোদ্ধাদের পাশে বাটা

ঢাকা: সম্প্রতি দেশের সবচেয়ে বড় জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘বাটা’ কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ থেকে আমাদের রক্ষায় সম্মুখ সারির যেসব যোদ্ধারা ক্রমাগত লড়াই করে যাচ্ছেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্টের ঘোষণা দিয়েছে। 

সারা দেশে ছড়িয়ে থাকা বাটার সব রিটেইল স্টোরে করোনা দুর্যোগের সম্মুখ যোদ্ধারা এ বিশেষ ডিসকাউন্টের সুবিধা পাবেন। কঠিন দুর্যোগের এসময়ে তাদের জন্য সামান্য সুযোগটি করে দিতে পেরে প্রতিষ্ঠানটি অত্যন্ত গর্বিত।

 

বাটা বাংলাদেশের হেড অব মার্কেটিং ইফতেখার মল্লিক বলেন, এ মহাদুর্যোগটি আমাদের সবার জীবনকে আক্রান্ত করে ফেলার পর সম্মুখ সারির যোদ্ধারাই সবচেয়ে বেশি ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। তাই তাদের বিশেষ সম্মান জানানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।  

করোনাকালীন এ সম্মুখ যোদ্ধাদের পাশে দাঁড়ানোর জন্য শুরু থেকেই বাটা নানা পদক্ষেপ নিয়েছে। এর আগে বাটা স্বাস্থ্যকর্মীদের জন্য প্রতিরক্ষামূলক পোশাক পিপিই ও ফেস মাস্ক উৎপাদন ও বিতরণ করেছে। এছাড়া জনসাধারণের জন্য বিভিন্ন স্থানে স্থাপন করেছে হ্যান্ড স্যানিটাইজিং বুথ।

করোনা যুদ্ধের সম্মুখ সারির সম্মুখ যোদ্ধা, চিকিৎসক, নার্স, মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ, হাসপাতাল বা ডায়াগনস্টিক চেম্বারকর্মী, প্রতিরক্ষা ব্যক্তিত্ব (পুলিশ, র‌্যাব, বিজিবি, আর্মি, নেভি, কোস্টগার্ড, এয়ার ফোর্স, আনসার ও সিকিউরিটি গার্ড), গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিকরা দেশের যেকোনো বাটা স্টোর থেকে নির্ধারিত সময়সীমার মধ্যে এ বিশেষ ডিসকাউন্ট সুবিধাটি গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জুন ১১, ২০২০
পিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।