ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গ্রাহকবান্ধব কেওয়াইসি ফরম চালুর সময় বাড়লো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
গ্রাহকবান্ধব কেওয়াইসি ফরম চালুর সময় বাড়লো ...

ঢাকা: অধিকতর গ্রাহকবান্ধব করে হিসাব খোলার ফরম ও কেওয়াইসি প্রোফাইল প্রচলনের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

আগের নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলোকে চলতি বছরের ৩০ জুনের মধ্যে ওই প্রক্রিয়া চালু করার সময় বেঁধে দেওয়া হয়েছিল।

তবে নতুন করে আরো তিন মাস সময় বাড়িয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই)  প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি ব্যাংক হিসাব খুলতে গ্রাহকবান্ধব কেওয়াইসি ফরম চালু করার নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। তাতে বলা হয়, দেশের তথ্য প্রযুক্তির বিকাশ, আর্থিক অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তির সহায়তায় তথ্য প্রাপ্তির সুযোগ বৃদ্ধির ধারাবাহিকতায় হিসাব খোলার ফরম সমূহকে অধিকার গ্রাহকবান্ধব করার লক্ষ্যে তা হালনাগাদকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক, সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্থায়ী আমানত, সঞ্চয় স্কিম এবং বিশেষ স্কিম হিসাব খোলার ক্ষেত্রে যেই ফরম ব্যবহার হবে তা প্রত্যেকটি ব্যাংকে পাঠানো হয়েছে সেই সময়। তখন তথ্য হালনাগাদের সময় বেঁধে দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় ব্যাংক সেই সময় বর্ধিত করলো।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।