ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কাজ করছে ভোক্তা অধিকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০২০
চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কাজ করছে ভোক্তা অধিকার

ঢাকা: কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং টিম।

রোববার (৩ আগস্ট) রাজধানীর লালবাগ এলাকার পোস্তার মোড়ে বিভিন্ন চামড়ার আড়ৎ পরিদর্শন করেন মনিটরিং টিমের সদস্যরা।

এসময় সংস্থাটির প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মাসুম আরেফিন ও বিকাশ চন্দ্র দাসের নেতৃত্বে টিমটি ক্রেতা-বিক্রেতার বক্তব্য শোনেন।

উপপরিচালক মাসুম আরেফিন বলেন, চামড়া সংরক্ষণ, চামড়া যাতে নষ্ট না হয় এবং বিক্রেতারা যাতে চামড়ার ন্যায্যমূল্য পায়, সেই লক্ষ্যে কাজ করছি আমরা। ঈদের আগে থেকেই আমরা কাজ শুরু করেছি। এটি অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের সবধরনের সহযোগিতা করতে কাজ করে যাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সরকারের বেঁধে দেওয়া দামে ব্যবসায়ীরা চামড়া ক্রয় করছেন বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২০
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।