ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বকেয়া বেতনের দাবিতে জাতীয় জুট মিল শ্রমিকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
বকেয়া বেতনের দাবিতে জাতীয় জুট মিল শ্রমিকদের মানববন্ধন মানববন্ধন করেছেন জাতীয় জুট মিল শ্রমিকরা, ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: বন্ধ হওয়া জাতীয় জুট মিল পুনরায় চালু ও মজুরি কমিশনের এরিয়াসহ সব বেতন-ভাতা পরিশোধের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন এবং বিক্ষোভ করেছেন শ্রমিক ও কর্মচারীরা।

বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় জুট মিলের প্রধান গেটের সামনে বিপুল সংখ্যক শ্রমিক-কর্মচারী বিক্ষোভ ও মানববন্ধন করেন।

 

বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি, শ্রমিক-কর্মচারী নেতৃবৃন্দদের সঙ্গে আলোচনা চলা অবস্থায় হঠাৎ করেই গত ২ জুলাই বন্ধ করে দেওয়া হয়েছে জাতীয় জুট মিলসহ দেশের ২৫টি জুট মিল। করোনা দুর্যোগ পরিস্থিতিতে কারখানা বন্ধ করে দেওয়া হলেও শ্রমিকদের প্রাপ্য বকেয়া ও ঈদ বোনাস এখনো পরিশোধ করা হয়নি। এ কারণে সিরাজগঞ্জ জাতীয় জুটমিলের ২২শ’ শ্রমিক-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন।  

এ সময় বক্তারা কৃষক ও শ্রমিকদের স্বার্থে জাতীয় জুট মিলসহ সব জুট মিল বন্ধের সিদ্ধান্ত অবিলেম্বে প্রত্যাহার, রাষ্ট্রীয় মালিকানায় রেখে লাভজনকভাবে মিল পরিচালনার সব ব্যবস্থা গ্রহণ ও শ্রমিক-কর্মচারীদের সাড়ে চার বছরের মজুরি ও বোনাসের আইনানুগ বকেয়া পরিশোধ এবং করোনাকালীর ছুটির টাকা দেওয়ার দাবি জানান।  

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জাতীয় মুক্তি কাউন্সিলের আহ্বায়ক মো. বরকতুল্লাহ, জাতীয় জুট মিল শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন, ছমের আলী এবং মো. ছানোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।