ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন আবুল কালাম আজাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট-১ এর উপ-মহাব্যবস্থাপক মো. আবুল কালাম আজাদ মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায় গত ১২ আগস্ট তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

আবুল কালাম আজাদ সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার পিপুল বাড়ীয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৮ সালে সরাসরি অফিসার হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেনন।

সুদীর্ঘ কর্মজীবনে আবুল কালাম আজাদ বাংলাদেশ ব্যাংকের তৎকালীন প্রশাসন ও ব্যয় বিভাগ, পার্সোনেল ডিপার্টমেন্ট, কৃষি ঋণ পরিদর্শন বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ ১ ও ২ এবং বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসে দায়িত্ব পালন করেন। ধর্মীয় এবং পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি সৌদি আরব, ভারত, মালয়েশিয়া, শ্রীলংকা ও থাইল্যান্ড ভ্রমণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।