ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকের বরিশাল জোনের সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২০
ইসলামী ব্যাংকের বরিশাল জোনের সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বরিশাল জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২৬ আগস্ট) ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার (২৫ আগস্ট) ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. সালেহ ইকবাল ও মো. মোশাররফ হোসাইন।  
এছাড়া আরও বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, মো. মাহবুব আলম ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম।  

ব্যাংকের বরিশাল জোনপ্রধান মো. আমিনুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে জোনের শাখাপ্রধানরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।