ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউনিলিভার বাংলাদেশের নতুন চেয়ারম্যান কেদার লেলে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২০
ইউনিলিভার বাংলাদেশের নতুন চেয়ারম্যান কেদার লেলে নতুন চেয়ারম্যান কেদার লেলে

ঢাকা: দেশের বৃহত্তম ভোগ্যপণ্য প্রস্তুতকারী কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) বর্তমান সিইও এবং এমডি কেদার লেলেকে কোম্পানিটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি কামরান বকরের স্থলাভিষিক্ত হলেন।

২০১২ সালে দায়িত্ব নিয়ে গত প্রায় ৮ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন কামরান বকর।

বুধবার (২৬ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন চেয়ারম্যান নির্বাচনে ২৫ আগস্ট কোম্পানির পরিচালনা পর্ষদের ১৮০-তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে কেদার লেলেকে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ‘চেয়ারম্যান’নির্বাচিত করা হয়।

কেদার লেলে ২০১৭ সালের ০১ জুন চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডে যোগ দেন। এর ছয় মাস পর ২০১৮ সালের ০১ জানুয়ারি তাকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব দেওয়া হয়। তিনি এখন একই সঙ্গে কোম্পানির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করবেন।       

লেলে বিদেশী বিনিয়োগকারীদের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সহ-সভাপতিও রয়েছেন।

প্রায় ২০ বছরের পেশাগত জীবনে তিনি বিজ্ঞাপন, ইন্টারনেট ব্যবসা এবং ভোগ্যপণ্য কোম্পানির বিক্রয় ও বিপণন শাখায় মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছেন। তার এই দুই দশকের পেশাগত জীবনের ১৫ বছরেরও বেশি সময় তিনি পার করেছেন ইউনিলিভারের সঙ্গে।

ইউনিলিভারের সঙ্গে তার যাত্রা শুরু হয় ২০০৪ সালে। সেবছর হিন্দুস্তান ইউনিলিভার লিমিডেটের (এইচইউএল) আইসক্রিম ব্র্যান্ডে যোগ দেন তিনি। এরআগে তিনি কিছুদিনের জন্য কিম্বারলি ক্লার্ক লিভার লিমিটেড (জেভি) এর বিক্রয় ও বিপণন শাখার প্রধান হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশে ইউনিলিভারের সিইও হয়ে আসার আগে তিনি হিন্দুস্তান ইউনিলিভারের পূর্বাঞ্চলের নেতৃত্ব দেন। এছাড়া হিন্দুস্তান ইউনিলিভারের ই-কমার্স চালু ও সম্প্রসারণের ক্ষেত্রেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।   

২০১৫ সালে তিনি ইকোনমিক টাইমসের ‘ফোর্টি আন্ডার ফোর্টি’ ক্যাটাগরিতে ‘হটেস্ট বিজনেস লিডারস’বা সবচেয়ে আকর্ষনীয় ব্যবসায়িক নেতা তালিকায় জায়গা করে নেন। তিনি হিন্দুস্তান ইউনিলিভারের তরুণ ব্যবস্থাপক গড়ে তোলা প্রকল্পের অন্যতম অর্থদাতাও বটে।      

দেশের শিল্পখাতের পাশাপাশি ইউনিলিভার বিশ্বেও এক ঈর্ষণীয় সাফল্যের নাম ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। কেদার লেলের নেতৃত্বে ইউনিলিভার বাংলাদেশ কেবল ব্যবসায়িক আকার ও প্রতিযোগিতার ক্ষেত্রেই এগোয়নি বরং কর্মক্ষেত্রের পরিবেশ, নিরাপত্তা, উৎপাদন এবং পণ্যের গুণগত মানের ক্ষেত্রেও বিশ্বমান অর্জন করেছে। এছাড়া ব্যবসায়িক কর্মকাণ্ডের নানান শাখায় ইউনিলিভার বাংলাদেশ বর্তমানেও অনন্য সব সক্ষমতা ও সাফল্য অর্জনের নজির স্থাপন করে চলেছে, যা দেশ-বিদেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও অনুপ্রাণিত করছে।        

সম্প্রতি তার নেতৃত্বে জিএসকে বাংলাদেশের ৮২ শতাংশ মালিকানা সফলভাবে অধিগ্রহণ করেছে ইউনিলিভার। এরপর জিএসকে বাংলাদেশ লিমিটেডের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড’।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২০
এসই/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।