ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রণব মুখার্জির সম্মানে মঙ্গলবার বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২০
প্রণব মুখার্জির সম্মানে মঙ্গলবার বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ

পঞ্চগড়: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রবীণ রাজনীতিবিদ প্রণব মুখার্জির মৃত্যুতে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করেছে বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ।

সোমবার (৩১ আগস্ট) রাতে পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান খান বাবলা বিষয়টি জানান।

তিনি জানান, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রবীণ রাজনীতিবিদ ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জীর মৃত্যুতে আমরা শোকাহত। বাংলাবান্ধা-ফুলবাড়ীর স্থলবন্দরে ২০১১ সালের ২২ জানুয়ারি ইন্দো-বাংলা আন্তর্জাতিক বাণিজ্যের দ্বারোদঘাটন করে ইমিগ্রেশন চালুর ঘোষণা দিয়েছিলেন তিনি। এজন্য আমরা মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছি। তবে আগামী বুধবার (২ সেপ্টেম্বর) থেকে কার্যক্রম স্বাভাবিক থাকবে।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রণব মুখার্জি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।