ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকার রেনেসাঁ জিতল ‘বেস্ট লাক্সারি হোটেল’ অ্যাওয়ার্ড

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২০
ঢাকার রেনেসাঁ জিতল ‘বেস্ট লাক্সারি হোটেল’ অ্যাওয়ার্ড

বাংলাদেশে ‘বেস্ট লাক্সারি হোটেল’ অ্যাওয়ার্ড পেল রেনেসাঁ ঢাকা গুলশান। এই প্রথম বাংলাদেশের কোনও হোটেল এই সম্মান জিতল।

২০২০-২১ সালের এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল হোটেল অ্যাওয়ার্ড থেকে এই স্বীকৃতি এল।

যুক্তরাজ্যভিত্তিক ইন্টারন্যাশনাল প্রপার্টি মিডিয়ার উদ্যোগে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। এটি বিশ্বজুড়ে স্বীকৃত একটি পুরস্কার।  

এবার ৮০ জন বিশেষজ্ঞ নিয়ে গঠিত প্যানেল সেরা হোটেল নির্বাচনের দায়িত্ব পালন করেছেন। বিশ্বজুড়ে ছয়টি অঞ্চল ও ১৭টি বিভাগে হসপিটালিটি শিল্পে এই পুরস্কার দেওয়া হয়।  

ঢাকায় রেঁনেসা হোটেল চালু হয় ২০১৯ সালের ডিসেম্বরে। এটি পরিচালনা করছে প্রিমিয়ার হোটেল ম্যানেজমেন্ট কোম্পানি। এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. এইচবিএম ইকবাল ও ব্যবস্থাপনা পরিচালক মইন ইকবাল।

রেঁনেসা ঢাকা গুলশান হোটেলের মহাব্যবস্থাপক আজিম শাহ বলেন, “এমন একটি সম্মানজনক স্বীকৃতি পেয়ে আমরা গর্বিত এবং খুবই আনন্দিত। এটা আমাদের কাজের আগ্রহ আরও বাড়িয়ে দেবে। অতিথিদের জন্য আরও নতুন নতুন সেবা দেওয়ার ক্ষেত্রে আমরা দ্বিগুণ উদ্যোগে কাজ করে যাব।  

তিনি আরও বলেন, “সেরা হওয়ার লক্ষ্য নিয়েই আমাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু। এজন্য অতিথিদের আন্তর্জাতিকমানের রুম, রেস্টুরেন্টসহ অন্যান্য সেবা দিতে কাজ করেছি। বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণকারীদের অনন্য অভিজ্ঞতা দিচ্ছে আমাদের প্রচেষ্টা। ”

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।