ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আকিজ বোর্ডের নতুন লোগো উন্মোচন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২০
আকিজ বোর্ডের নতুন লোগো উন্মোচন

ঢাকা: সম্প্রতি আকিজ হাউজে অনুষ্ঠিত এক অনলাইন ইভেন্টে আকিজ বোর্ডের নতুন লোগো উন্মোচন করা হয়েছে। এ ইভেন্টের মাধ্যমে ‘NOW YOU CAN’- স্লোগানকে সামনে রেখে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করলো আকিজ বোর্ড।

 

পার্টিকেল বোর্ডকে শৈল্পিকতার নতুন সরঞ্জাম হিসেবে সবার সামনে তুলে ধরতেই আকিজ বোর্ড নিয়ে এসেছে অনন্য সব ডিজাইন এবং সুবিধাজনক বিভিন্ন সাইজের বোর্ড। এখন সর্বস্তরের ভোক্তা, আর্কিটেক্ট এবং ইন্টেরিয়র ডিজাইনাররা তাদের কল্পনা এবং সৃজনশীলতাকে উন্মুক্ত করতে পারবেন সম্পূর্ণ বাংলাদেশে তৈরি আন্তর্জাতিক মানের আকিজ বোর্ডের সঙ্গে।

লোগো উন্মোচন অনুষ্ঠানের পর আকিজ বোর্ডের ‘স্বয়ংক্রিয় প্যানেল স’ মেশিন হস্তান্তর’ প্রোগ্রামের ২য় পর্ব অনুষ্ঠিত হয়। যেখানে বোর্ড ফার্নিচার ওয়ার্কশপ মালিকদের অত্যাধুনিক প্যানেল স’ মেশিনটি উপহার দেওয়া হয়।   

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বোর্ডের ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ খোরশেদ আলম এবং আকিজ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

করোনা ভাইরাস পরিস্থিতিতে সবার সুরক্ষা নিশ্চিত করার জন্য লোগো উন্মোচন অনুষ্ঠানের অতিথিরা, সব ফার্নিচার ওয়ার্কশপ মালিকরা ও আকিজ বোর্ডের সেলস এবং মার্কেটিং টিম এ অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।