ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিএসই-৫০ সূচকে যুক্ত হলো ৯ কোম্পানি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২০
সিএসই-৫০ সূচকে যুক্ত হলো ৯ কোম্পানি

ঢাকা: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তেতে সিএসই-৫০ ইনডেক্স সমন্বয় করা হয়েছে। এতে নয় কোম্পানির পরিবর্তন হয়েছে।

যা কার্যকর হবে ২০ সেপ্টেম্বর থেকে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো- ওরিয়ন ফার্মা লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, বারাকা পাওয়ার লিমিটেড, ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড, আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

অপরদিকে, সূচকটি থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো- একমি ল্যাবরেটরিজ লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, অলিম্পিক ইন্ড্রাস্টিজ লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, পুবালী ব্যাংক লিমিটেড, স্যোশাল ইসলামি ব্যাংক লিমিটেড এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোটর্স লিমিটেড।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২০
এসএমএকে/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।