ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেটে কাঁচা মরিচ ২০০, ঊর্ধ্বমুখী পেঁয়াজ

নাসির উদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২০
সিলেটে কাঁচা মরিচ ২০০, ঊর্ধ্বমুখী পেঁয়াজ কাঁচা মরিচ, ছবি: বাংলানিউজ

সিলেট: ভাদ্রের বৃষ্টিতে ভেজাচ্ছে প্রকৃতি। তেমনি ক্রেতাদের কপাল ভিজছে কাঁচা মরিচের দরে।

সিলেটের বাজারে ২০০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। আর জ্বালার ওপর পানি ঢালছে পেঁয়াজ। কিছুদিন আগেও দেশ কাঁপিয়ে যাওয়া পেঁয়াজের দর আবারও বাড়তে শুরু করেছে।

সিলেটের বাজারে একলাফে কেজিতে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছে পেঁয়াজ। অথচ কিছুদিন আগেও পেঁয়াজ ২০ থেকে ২৫ টাকার মধ্যে উঠানামা করছিল। দুই থেকে তিন দিনের ব্যবধানে সেই পেঁয়াজ এখন কেজি ৫০ টাকা।   

ক্রেতারা বলছেন, সাধারণত রমজান মাস এলে কাঁচা মরিচ ও পেঁয়াজের দাম বাড়ে। কিন্তু অসময়ে এভাবে এ দুই কাঁচামালের দাম বাড়ার কোনো যৌক্তিকতা দেখছি না।

পক্ষান্তরে ব্যবসায়ীরা বলছেন, সামনে পেঁয়াজ রোপণের মৌসুম। যে কারণে এখন বাজারে পেঁয়াজ আসতেছে না। তাই দাম বাড়ছে। একইভাবে কাঁচা মরিচেরও দাম বাড়ছে।  

সিলেটের রিকাবি বাজারের মোদি দোকানি রোকন আহমদ বাংলানিউজকে বলেন, পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। তাই ৫০ টাকা কেজিদরে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে। ক’দিন আগে আড়ৎ থেকে ৪০ টাকা কেজি কিনে এনেছি। তখন পচা বাদ দিয়ে ৪৫ থেকে ৪৬ টাকা বিক্রি করতে হতো। আড়তে দাম বেড়ে যাওয়ায় এখন ৫০ টাকা বিক্রি করতে হচ্ছে।
.নগরের বন্দরবাজারের কাঁচামালের ব্যবসায়ী আকবর আলী বাংলানিউজকে বলেন, বাজারে মরিচের আকাল। বস্তা হিসেবে চড়া দামে কিনে আনতে হয়। আর ২০০ টাকা কেজি বিক্রি করে মাত্র ২০ টাকা লাভ করি।    

এদিকে কাঁচা মরিচ ও পেঁয়াজের সঙ্গে যেন তাল মিলিয়ে চলছে সিলেটের কাঁচা বাজার। সিলেটের বাজারে কেজি ৫০ থেকে ৬০ টাকার নিচে মেলে না কোনো সবজি। নিত্যপণ্যের দাম শুনে যেন কপালে চোখ ওঠে ক্রেতাদের। যে কারণে নিম্ন ও নিম্নমধ্যবিত্তরা পড়েছেন বিপাকে।

নগরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, টমেটো ১২০ টাকা, শসা ৫০ টাকা, বরবটি ৬০ টাকা, লাল আলু ৬০ টাকা, ঢেঁড়শ ৫০ থেকে ৬০ টাকা, পটল ৫০ টাকা, কাঁচকলা হালি ৬০ টাকা, কাকরোল ৫০ টাকা, করলা ৬০ টাকা, ফুলকপি ৮০ টাকা, লাউ প্রতিপিস ৬০ থেকে ১০০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা, লাল শাক আঁটি ৩০ টাকা, ডাটা শাক আঁটি ৩০ টাকা, থোড় পিস ৫০ টাকাদরে বিক্রি হচ্ছে। সবজির বাজারে কেবল স্বস্তিদায়ক আলুর দাম। সিলেটের বাজারে আলু এখন ৩৫ টাকা কেজি। ফলে আলুতেই ভরসা নিম্ন ও নিম্নমধ্যবিত্তদের।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২০
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।