ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘নগদ’ ওয়ালেটে ভিসা কার্ড থেকে টাকা আনলেই ৫০ টাকা বোনাস

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২০
‘নগদ’ ওয়ালেটে ভিসা কার্ড থেকে টাকা আনলেই ৫০ টাকা বোনাস ..

ঢাকা: ভিসা কার্ড ব্যবহার করে যেকোনো ‘নগদ’ অ্যাকাউন্টে টাকা অ্যাড করলেই ৫০ টাকা বোনাস পাবেন গ্রাহক। ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) থেকে অফারটি চালু করেছে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’।

এক্সক্লুসিভ এ অফারটিতে ভিসা কার্ড থেকে যেকোনো ‘নগদ’ অ্যাকাউন্টে প্রথমবারের মতো নূন্যতম ৫০০ টাকা অ্যাড মানি করলেই গ্রাহক ৫০ টাকা বোনাস পাবেন। অফারটি আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত চলবে। বোনাস পেতে অ্যাকাউন্টটি অবশ্যই চালু ও ফুল প্রোফাইল থাকতে হবে।

অফারটির আওতায় একজন ‘নগদ’ ওয়ালেট ব্যবহারকারী কেবল একবারই বোনাস পেতে পারবেন। অ্যাড মানি করার ৭২ ঘণ্টার মধ্যে বোনাসের টাকা গ্রাহকের ওয়ালেটে যুক্ত হয়ে যাবে।

অফারটি সম্পর্কে নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক বলেন, আর্থিক লেনদেনকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে আনতে আমরা নানাভাবে দেশের মানুষদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। সে কারণেই আমরা ভিসা কার্ডের মাধ্যমে ‘নগদ’ ওয়ালেটে টাকা অ্যাড করার প্রক্রিয়া চালু করি আর এখন বোনাসও দিচ্ছি। আমাদের বিশ্বাস লেনদেনের ডিজিটালাইজেশন সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাছাড়া এটি ‘নগদ’ গ্রাহকদের উদ্যোক্তা পয়েন্টে গিয়ে ওয়ালেটে টাকা অ্যাড করার ঝামেলা থেকে যেমনি মুক্তি দেবে তেমনি একদিকে চলমান কোভিডকালীন গ্রাহকের শারীরিক দূরত্ব নিশ্চিত করবে, অন্যদিকে কাগুজে টাকা ব্যবহারের ঝুঁকিও কমিয়ে আনবে।

বোনাস পাওয়ার শর্ত হিসেবে বলা হয়েছে, ‘নগদ’ অ্যাকাউন্টটি যদি কোনো কারণে ‘স্থগিত’ অবস্থায় থাকে তবে ওই অ্যাকাউন্টটি এ ফিচারের আওতাধীন হিসেবে বিবেচিত হবে না। তাছাড়া গ্রাহকের ‘নগদ’ অ্যাকাউন্ট সচল থাকা সত্ত্বেও কোনো কারণে বোনাস না পেলে ‘নগদ’ পরবর্তী দুই মাসের মধ্যে তিনবার বোনাস দেওয়ার উদ্যোগ গ্রহণ করবে। পরপর তিনবার চেষ্টার পরেও যদি বোনাস পাওয়ার প্রক্রিয়াটি ব্যর্থ হয় তবে ওই গ্রাহক আর এ ক্যাম্পেইনটির আওতাধীন হিসেবে বিবেচিত হবেন না।

তিন কার্যদিবসের মধ্যে ক্যাম্পেইনের শর্ত পূরণ করার পরেও বোনাস না পেলে কাস্টমার সার্ভিস প্রতিনিধির সহায়তা পেতে ‘নগদ’ হটলাইন-১৬১৬৭ অথবা ০৯৬ ০৯৬ ১৬১৬৭ এ যোগাযোগ করা যাবে।

ক্যাম্পেইনটির শর্তাবলী পরিবর্তন/পরিবর্ধন বা কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার ‘নগদ’ কর্তৃক সংরক্ষিত। একইসঙ্গে ক্যাম্পেইন সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ‘নগদ’ কর্তৃক সংরক্ষিত এবং এ সংক্রান্ত ‘নগদ’-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

‘নগদ’ অ্যাকাউন্টে টাকা আনতে অ্যাপের অ্যাড মানি অপশন থেকে ‘কার্ড টু নগদ’ তারপর ভিসা অপশন নির্বাচন করতে হবে। পরবর্তীতে ১১ ডিজিটের ‘নগদ’ অ্যাকাউন্ট (মোবাইল) নম্বরটি দেওয়ার পর কার্ডের অন্য তথ্য সংযুক্ত করতে হবে। এরপর টাকার পরিমাণ, ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ও ‘নগদ’ পিন নম্বর দিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

একইভাবে কার্ড থেকে টাকা আনার সুবিধা নিতে চাইলে গ্রাহক এক বা একাধিক ভিসা কার্ডের তথ্য ‘নগদ’ অ্যাপে সংরক্ষণ করে রাখতে পারবেন।

ভিসা কার্ডের এ বোনাস অফার ছাড়া মাস্টারকার্ড থেকে ৫০০ টাকার বেশি অ্যাড মানি করলে ২৫ টাকা বোনাস পাওয়ার সুযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২০
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।