ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ই-কমার্সে নতুন নাম গোগ্রাবি ডটকম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, অক্টোবর ১, ২০২০
ই-কমার্সে নতুন নাম গোগ্রাবি ডটকম অনলাইন শপ গোগ্রাবি ডটকম

ঢাকা: গ্রাহকের ঠিকানায় পণ্য পৌঁছে দেওয়ার প্রচলিত কাঠামোর পাশাপাশি কর্মীদের সঙ্গে মুনাফা ভাগের প্রতিশ্রুতি নিয়ে সোশ্যাল এন্টারপ্রাইজ হিসেবে যাত্রা শুরু করেছে অনলাইন শপ গোগ্রাবি ডটকম।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্থানীয় প্রতিষ্ঠান নেক্সিও রিটেইল কনসেপ্টে’স লিমিটেডের ই-কমার্স উদ্যোগ হিসেবে অক্টোবর মাসের প্রথম দিন থেকে ওয়েব এবং মোবাইল অ্যাপলিকেশন দুই মাধ্যমেই ঢাকার গ্রাহকদের জন্য ‘দ্রুত এবং সাশ্রয়ী’ বাজার সদাই পৌঁছে দেবে গোগ্রাবি।

নতুন ই-কমার্স প্রতিষ্ঠানটি সম্পর্কে গোগ্রাবির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী জিয়াউর রহমান বলেন, প্রযুক্তি মাধ্যমে নিত্য বাজার-সদাইব্যবসায়ের সঙ্গে সঙ্গে দারিদ্র দূরীকরণ এবং এথিক্যাল প্রাকটিসের মাধ্যমে ‘সবুজতর ভবিষ্যতের’ দিকে এগিয়ে যাচ্ছি আমরা।

মানুষ এবং সমাজের জন্য ‘ভালো কিছু’ করার মূলমন্ত্র নিয়ে গোগ্রাবি যাত্রা শুরু করেছে বলে যোগ করেন এই সামাজিক উদ্যোক্তা।

বিলিকর্মী ধারণার নতুন সংস্করণ ‘শপারস’র মাধ্যমে নিবন্ধিতকর্মীদের মাধ্যমে গ্রাহকের ঠিকানায় বাজার পৌঁছাবে গোগ্রাবি।  

শেয়ার্ডই কোনমি অনুসারে শপার্সদের সঙ্গে মুনাফা ভাগ করে নেবে প্রতিষ্ঠানটি।

গোগ্রাবির চেয়ারম্যান নৌ-বাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শহীদুল ইসলামের সঙ্গে ব্যবস্থাপনা পরিষদের পরিচালক হিসেবে আছেন আমীর আশরাফ উদ্দিন খান মিরাজ, মনজুরুল আলম এবং যুক্তরাষ্ট্রভিত্তিক সাজী কর্পোরেশনের প্রতিনিধি মরিয়ম ইস্পাহানি।

ঢাকা শহরের ৩শ বাজারের ১০ হাজার দোকানি গোগ্রাবি প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন বলে জানানো হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

ওয়েব অ্যাড্রেস: www.gograbi.com 

রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন: www.shoppersreg.gograbi.com 

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২০
এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।