ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নাসিরনগরে রূপালী ব্যাংকের ৫৭৭তম শাখা উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ১, ২০২০
নাসিরনগরে রূপালী ব্যাংকের ৫৭৭তম শাখা উদ্বোধন ..

ঢাকা: ‘শতবর্ষে শত শাখা, রূপালী ব্যাংক মেলুক পাখা’-এ স্লোগানকে ধারণ করে মুজিববর্ষে রূপালী ব্যাংকের শত শাখা খোলার অংশ হিসেবে বৃহস্পতিবার (১ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সম্পূর্ণ অনলাইন সুবিধা নিয়ে ব্যাংকের ৫৭৭তম শাখা ভার্চ্যুয়ালি উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন ও বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ নতুন শাখার উদ্বোধন করেন।

 

এতে অন্যদের মধ্যে ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও খন্দকার আতাউর রহমান, জি এম অশোক কুমার সিংহ রায়, শফিকুল ইসলামসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২০
পিআর/আরবি/    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।