ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজারে এলো ইস্পাহানি এগ্রোর ‘ফউলিজেন’

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২০
বাজারে এলো ইস্পাহানি এগ্রোর ‘ফউলিজেন’

ঢাকা: বিধ্বংসী পোকা ‘ফল আর্মিওয়ার্ম’ দমনে কার্যকরী জৈব বালাইনাশক ‘ফউলিজেন বা এসএফএনপিভি’ দেশের বাজারে নিয়ে এলো ইস্পাহানি এগ্রো।

সম্প্রতি রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটরিয়ামে দিনব্যাপী ‘ফল আর্মিওয়ার্ম পর্যবেক্ষণ ও দমন ব্যবস্থাপনা’ সংক্রান্ত এক কর্মশালার অয়োজন করে জাতীয় ফল আর্মিওয়ার্ম টাক্সফোর্স।

 

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে জৈব বালাইনাশক ‘ফউলিজেন বা এসএফএনপিভি’ এর বাংলাদেশে বাণিজ্যিকীকরণ প্রক্রিয়া আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আব্দুর রউফ।

ফল আর্মিওয়ার্ম যার বৈজ্ঞানিক নাম Spodoptera frugiperda, পৃথিবীব্যাপী একটি মারাত্মক ক্ষতিকারক এবং বিধ্বংসী পোকা হিসেবে পরিচিত। এটি ভুট্টা, সরগম, তুলা, বাদাম, তামাক, বিভিন্ন ধরনের ফল ও সবজিসহ প্রায় ৮০টি ফসলে আক্রমণ করে থাকে। তবে ভুট্টা ফসলে এর আক্রমণের হার সর্বাধিক।

পোকাটি কীড়া অবস্থায় গাছের পাতা ও ফল খেয়ে ফসলের ব্যাপক ক্ষতি করে থাকে। এ পোকা দমনে রাসায়নিক কীটনাশক তেমন কার্যকরী নয় তবে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে জৈব বালাইনাশক প্রয়োগ করে পোকাটি কার্যকরিভাবে দমন করা যায়। এটি মূলতঃ আমেরিকা মহাদেশের পোকা হলেও ২০১৬ সালে আফ্রিকা এবং ২০১৮ সালে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ যেমন ভারত, শ্রীলংঙ্কায় এদের আক্রমণ পরীলক্ষিত হয়।

বাংলাদেশে ফল আর্মিওয়ার্ম পোকা নিয়ন্ত্রণে কার্যকরী কোনো জৈব বালাইনাশক না থাকায় ইস্পাহানি এগ্রো লিমিটেড টেক্সাস, ইউএসএ-তে অবস্থিত জৈব বালাইনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠান AgbiTech এর সঙ্গে যোগাযোগ করে পোকাটি নিয়ন্ত্রণে কার্যকরি জৈব বালাইনাশক ‘ফউলিজেন বা এসএফএনপিভ’ বাংলাদেশে নিয়ে আসে। অতঃপর সব ধরনের ল্যাব এবং মাঠ পরীক্ষায় সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে এটি ফল আর্মিওয়ার্ম পোকা দমনে ব্যবহারের জন্য অনুমোদিত হয়।  

বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. শাহ মোহাম্মদ বখতিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের (গবেষণা অনুবিভাগ) অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাস, সরেজমিন উইংয়ের পরিচালক মো. আসাদ উল্লা, বিএআরআই’র মহাপরিচালক ড. মো: নাজিরুল ইসলাম, বিডাব্লিউএমআরআই’র মহাপরিচালক ড. মো. ইসরাইল হোসেন।

‘ফউলিজেন’ এর বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন ইস্পাহানি এগ্রো লিমিটেডের পরিচালক ফৌজিয়া ইয়াসমিন। এছাড়াও কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন সিমিট বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ড. টিমুথি জে.  ক্রুপনিক।

কর্মশালায় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত উচ্চ পর্যায়ের প্রায় ৩৫ জন কর্মকর্তা অংশ নেন।

প্রসঙ্গত, জৈব বালাইনাশকটি অনুসন্ধান, দেশে আমদানি, যথাযথ পদ্ধতি অনুসরণপূর্বক বাণিজ্যিকীকরণের অনুমতি লাভ ইত্যাদি সব ক্ষেত্রেই জাতীয় ফল আর্মিওয়ার্ম টাস্কর্ফোস, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, সিমিট, ইউএসএইড এবং সর্বোপরি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণযোগ্য।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।