ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মাথাপিছু জিডিপিতে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
মাথাপিছু জিডিপিতে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

ঢাকা: ২০২০ সালে মাথাপিছু জিডিপির ক্ষেত্রে বাংলাদেশ প্রতিবেশী দেশ ভারতকে পেছনে ফেলেছে। এটি সম্ভব হয়েছে বাংলাদেশের অর্থনীতির সম্মানজনক পারফরম্যান্স, ভারতের অর্থনীতির ধীর প্রবৃদ্ধি ও করোনা ভাইরাসের কারণে অর্থনীতির খাঁড়া সংকোচনের ফলে।

একটি দেশের জনসংখ্যার দিয়ে জিডিপি ভাগ করে গণনা করা হয়। মাথাপিছু মোট অভ্যন্তরীণ পণ্য (জিডিপি) হলো দেশগুলোর সমৃদ্ধি অনুমানের জন্য একটি বিশ্বব্যাপী পরিমাপ।  

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক (ডব্লিউইইও) ডাটাবেজ অনুসারে, ডলারের হিসাবে বাংলাদেশ তার মাথাপিছু জিডিপি হিসাবে ভারতকে পেছনে ফেলেছে। ২০২০ সালে ৪ শতাংশ বা ১৮৮৮ ডলার হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে মাথাপিছু জিডিপি, তার জিডিপির তুলনায় দ্রুত হারে বাড়ছে।

ভারতের মাথাপিছু জিডিপি ১০ দশমিক ৫ শতাংশ কমে ১৮৭৭ ডলার হবে বলে ধারণা করা হচ্ছে, যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন। দেশটির মাথাপিছু জিডিপি তার জিডিপির তুলনায় দ্রুত হারে কমেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ‘একটি দীর্ঘ ও কঠিন অগ্রগতি’ শিরোনামে আইএমএফ প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক জানিয়েছে অন্যান্য উদীয়মান দেশের অর্থনীতির মতোই, বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি ২০২০ সালে ৩ দশমিক ৮ শতাংশ হবে। তবে ২০২০-২১ অর্থবছরে প্রবৃদ্ধি ৪ দশমিক ৪ শতাংশে উন্নীত হবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।