ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউসিবির দিনব্যাপী এন্টি মানি লন্ডারিং প্রশিক্ষণ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
ইউসিবির দিনব্যাপী এন্টি মানি লন্ডারিং প্রশিক্ষণ

ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) দিনব্যাপী ‘এন্টি মানি লন্ডারিং (এএমএল) অ্যান্ড কমব্যাটিং দ্য ফিন্যান্সিং অব টেররিজম’ শীর্ষক ভার্চ্যুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম ভার্চ্যুয়াল এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দ কামরুল হাসান।  

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এএমএল ও এটিএফ ডিভিশনের প্রধান, ডিসিএএমএলসিও এবং এসভিপি মো. ইসতিয়াক আহমেদ।  

ইউসিবির বিভিন্ন শাখার বিএএমএলসিও, শাখা কমপ্লায়েন্স কমিটির সদস্যরা, সেন্ট্রাল কমপ্লায়েন্স কমিটির সদস্যরা, বিভিন্ন ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ প্রায় ১০০ এর অধিক কর্মকর্তারা এ প্রশিক্ষণে অংশ নেন।  

ইউসিবি-এর এএমএল ও এটিএফ ডিভিশন করোনাকালে নিরাপদ শারীরিক দুরত্ব নিশ্চিত করে ভার্চ্যুয়াল মিডিয়ার মাধ্যমে এ প্রশিক্ষণ আয়োজন করেছে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।