ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রপ্তানিতে প্রণোদনার দ্বিতীয় কিস্তির ১৮৩১ কোটি টাকা ছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
রপ্তানিতে প্রণোদনার দ্বিতীয় কিস্তির ১৮৩১ কোটি টাকা ছাড়

ঢাকা: দেশি রপ্তানিকারকদের প্রণোদনা দেওয়ার জন্য সরকার ১৮শ ৩১ কোটি ছাড় করেছে বাংলাদেশ ব্যাংকের কাছে। চলতি ২০২০-২১ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের প্রণোদনার জন্য দ্বিতীয় কিস্তির এই অর্থ দেওয়া হয়েছে।



এসব অর্থের মধ্যে ১২৫ কোটি টাকা দেওয়া হবে পাটখাতের জন্য। বাকি ১৭০৬ কোটি টাকা পাবেন অন্য খাতের রপ্তানিকারকরা।

কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো অর্থমন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, প্রণোদনার দ্বিতীয় কিস্তির অর্থ থেকে ১ শতাংশ বিশেষ প্রণোদনা সহায়তা তহবিল পাবেন তৈরি পোশাকখাতের রপ্তানিকারকরা।

সরকার এখনো চলতি অর্থবছরের নগদ প্রণোদনার হার ঘোষণা করেনি।  

সরকার গত অর্থবছরের মতোই চলতি বছরে দেশের রপ্তানিকারকদের জন্য রপ্তানির সুযোগ-সুবিধা অপরিবর্তিত রেখেছে। কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানান, সম্প্রতি সরকার প্রণোদনার অর্থ বাংলাদেশ ব্যাংকের কাছে ছাড় করেছে। এই তহবিল মহাহিসাব নিয়ন্ত্রক থেকে ছাড় করে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।