ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজুস ফেনীর নির্বাচনে জয়ী বাচ্চু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২০
বাজুস ফেনীর নির্বাচনে জয়ী বাচ্চু

ফেনী: বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) ফেনী জেলা শাখার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন গোলাম ফারুক বাচ্চু। ছাতা প্রতীকে বাচ্চু পেয়েছেন ১২৭ ভোট।

আর মাছ প্রতীকে বাচ্চুর প্রতিদ্বন্দ্বি রুবেল পেয়েছেন ৮৬ ভোট। এ নির্বাচনে মোট ভোট সংখ্যা ছিল ২২২টি।

শনিবার (৭ নভেম্বর) এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাজুস ফেনী জেলা শাখার প্রধান নির্বাচন কমিশনার আইনুল কবির শামীম জানান, প্রদত্ত ২১৪টি ভোটের মধ্যে একজন ভোটার উভয় মার্কায় ক্রস চিহ্ন দেন।

তিনি জানান, বিজয়ী প্রার্থী আগামী তিন বছরের জন্য বাজুস ফেনী শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর নির্বাচনে ১৭ পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। মনোনয়ন দাখিলের দিন একটি মাত্র প্যানেলের বাইরে ১৬ জন প্রার্থীই ফরম জমা দেননি। ফলে সাধারণ সম্পাদক ব্যতীত সব পদেই খোকন-বাচ্চু প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। শুধু সাধারণ সম্পাদক পদেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

একটি মাত্র পদে নির্বাচনকে কেন্দ্র করেই ব্যবসায়ী অঙ্গনে ছড়িয়েছিল ভোটের উত্তাপ। সাধারণ সম্পাদক পদে দুই প্রার্থীই প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেন।  

নির্বাচনের আগে আলাপকালে বাচ্চু জানান, নির্বাচিত হলে ট্যাক্স, ভাড়া কমানোসহ ব্যবসায়ীদের উন্নতির জন্য ইতোমধ্যে একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এছাড়াও সমিতির বিষয়ে সদস্যদের বিভিন্ন রকম বক্তব্য আছে। আমি জিতলে তা যাচাইয়ের ব্যবস্থা করবো। এছাড়াও প্রধানমন্ত্রী স্বর্ণশিল্প উন্নত করার জন্য যে যে পদক্ষেপ নিয়েছেন সেগুলো বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন তিনি। নির্বাচিত হবার পরে তার প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়ন করবেন সেদিকে তাকিয়ে আছে ফেনীর স্বর্ণ ব্যবসায়ীরা।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে বর্তমান সভাপতি ইসমাইল হোসেন খোকন, সহ-সভাপতি পদে অনিল বণিক, জালাল উদ্দিন বাবলু, খোরশেদ আলম মজুমদার, সহ-সাধারণ সম্পাদক পদে সুজন বণিক, সাংগঠনিক সম্পাদক পদে সাহাব উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ পদে রাজীব পাল, প্রচার সম্পাদক পদে শ্যামল সেন, ধর্ম সম্পাদক (মুসলিম) পদে জহিরুল ইসলাম পিন্টু, ধর্ম সম্পাদক (হিন্দু) পদে উত্তম সেন, নির্বাহী সদস্য পদে অর্জুন বণিক, বিকাশ বণিক, শিমুল বণিক, স্বরূপ মল্লিক, নজরুল ইসলাম মামুন নির্বাচিত হন।

নির্বাচন কমিশনে অপর দুই কমিশনার ছিলেন অ্যাডভোকেট নূর হোসেন ও ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।