ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

নৌ প্রতিমন্ত্রীর সঙ্গে আমিন মোহাম্মদ গ্রুপের এমডির বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
নৌ প্রতিমন্ত্রীর সঙ্গে আমিন মোহাম্মদ গ্রুপের এমডির বৈঠক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে রোববার সচিবালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ

ঢাকা: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য বৈঠকে মিলিত হয়েছেন আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রীর কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের কোম্পানি সেক্রেটারি মো. পারভেজ আলম এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশে নদীগুলোর নাব্যতা সঙ্কট দূর করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। নৌপথে মানুষের যাত্রা সহজ করতে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি নৌ ভ্রমণকে জনপ্রিয় করে তোলার জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান নৌ প্রতিমন্ত্রী।

আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের নদীপথের চিত্র আরও সুন্দর হয়ে উঠবে। সরকারের আহ্বানে সাড়া দিয়ে সবাই এগিয়ে এলে দেশের নদীগুলো যেমন নতুন প্রাণ পাবে, তেমনি সাধারণ মানুষের যোগাযোগ ও সুস্থ বিনোদনের দ্বার প্রশস্ত হবে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।