ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রবির করপোরেট গ্রাহক রূপালী ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
রবির করপোরেট গ্রাহক রূপালী ব্যাংক

ঢাকা: এখন থেকে রূপালী ব্যাংকের কর্মকর্তারা রবি নম্বর দিয়ে সর্বনিম্ন কলরেটে কথা বলতে পারবেন। বেসরকারি মোবাইল অপারেটর রবির সঙ্গে করপোরেট চুক্তি সই করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেড।

রূপালী ব্যাংকের ডিজিএম মো. রহমত উল্লাহ সরকার ও রবির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তির ফলে এখন থেকে রূপালী ব্যাংক কর্মকর্তারা সর্বনিম্ন কলরেটে সারাদেশে কথা বলার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর, জিএম অশোক কুমার সিংহ রায়, মো. শফিকুল ইসলাম, গোলাম মর্তূজা, খান ইকবাল হোসেন, ওয়াহিদা বেগম, সালমা বানু, ইয়াছমিন বেগম, রবির জিএম মোস্তফা কামাল ইউসুফসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
এসই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।