ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ডিসেম্বরে চালু হচ্ছে তাহিরপুর বর্ডার হাট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
ডিসেম্বরে চালু হচ্ছে তাহিরপুর বর্ডার হাট ছবি: বাংলানিউজ

সুনামগঞ্জ: ডিসেম্বরের প্রথম সপ্তাহে চালু হতে যাচ্ছে সুনামগঞ্জে তাহিরপুর সীমান্তের শাহিদাবাদ বর্ডার হাট।

এ লক্ষ্যে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বর্ডার হাটটি পরিদর্শন করেন ভারতীয় সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল।

এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ, সহকারী কমিশনার ভূমি সৈয়দ আমজাদ হোসেন, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পংকজ দে, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী রিয়াজ উদ্দিন খন্দকার, বাদাঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি বাবরুল হাসান বাবলু, সাধারণ সম্পাদক আলম সাব্বির প্রমুখ।

এছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।