ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করোনামুক্ত হলেন বিবি ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২০
করোনামুক্ত হলেন বিবি ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি এইচ এম দেলোয়ার হোসাইন

ঢাকা: করোনা ভাইরাস (কোভিড-১৯) মুক্ত হয়েছেন বাংলাদেশ ব্যাংক ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি, বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি ও বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক এইচ এম দেলোয়ার হোসাইন।

রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে করোনামুক্ত হয়ে সম্প্রতি তিনি বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের কাউন্সিলের সভাপতি এইচ এম দেলোয়ার হোসেন।

এর আগে ২৬ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। ২০ নভেম্বর তিনি পরীক্ষার মাধ্যমে করোনা ভাইরাস পজিটিভ হন। কয়েকদিন বাসায় চিকিৎসাধীন থাকার পরে অবস্থার অবনতি হলে তিনি হাসপাতালে ভর্তি হন।

এর আগে দেলোয়ার হোসোইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল ছাত্রলীগের সভাপতি ও বাংলাদেশ ব্যাংক ওয়েলফেয়ার কাউন্সিলের সাধারণ সম্পাদক ছিলেন।

বাংলাদেশ সময়: ০৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২০
এসই/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।