ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মেয়াদ শেষের ৭ দিন আগেই প্রাইম ব্যাংক এমডির পদত্যাগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
মেয়াদ শেষের ৭ দিন আগেই প্রাইম ব্যাংক এমডির পদত্যাগ রাহেল আহমেদ

ঢাকা: মেয়াদ শেষ হওয়ার এক সপ্তাহ আগে পদত্যাগ করেছেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাহেল আহমেদ।

বুধবার (৯ ডিসেম্বর) যোগাযোগ করা হলে রাহেল আহমেদ পদত্যাগের খবর নিশ্চিত করে বলেন, আরও ভালো কিছু করতে চাই।

এজন্য আপনাদের সহযোগিতা লাগবে।

প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮ ডিসেম্বরের সভায় রাহেল আহমেদের পদত্যাগপত্র অনুমোদন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

প্রাইম ব্যাংক সূত্র জানায়, চলতি বছরের ১৩ ডিসেম্বর হিসেবে রাহেল আহমেদের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এমডি হিসেবে তার মেয়াদ না বাড়ানোর খবর পেয়ে তিনি আগেই পদত্যাগ করেছেন।

২০১৭ সালের ১৪ ডিসেম্বর প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন রাহেল আহমেদ। তার আগে তিনি প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরীর বিরুদ্ধে পর্ষদের কাছে বিভিন্ন অভিযোগ দিয়ে তিনি এমডি হিসেবে নিয়োগ পান বলে ব্যাংকের একটি সূত্র জানিয়েছে।

রাহেল আহমেদ প্রাইম ব্যাংকের চেয়ে কম বেতনে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান নগদ এ যোগদান করবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।