ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিজয় দিবস উপলক্ষে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
বিজয় দিবস উপলক্ষে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল (যশোর): মহান বিজয় দিবস উপলক্ষে বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ পথে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে একদিন আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্ট যাতায়াত স্বাভাবিক রয়েছে। এছাড়া বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে আবার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।